মিরসরাই থেকে ডিবি পুলিশের ভূয়া এসি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে ডিবি পুলিশের এসি পরিচয় দানকারী মোঃ ফিরোজ আলম চৌধুরী প্রকাশ আলম সাহেব (৬০) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতারকৃত ফিরোজ গজারিয়া এলাকার বড় বাড়ীর মৃত গোলাম সামদানীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, শনিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ডিবি পুলিশের এসি পরিচয় দিয়ে এসআই নিয়োগে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফিরোজ আলম চৌধুরী নিজেকে ডিবি পুলিশের এসি এবং তার সহযোগীকে আইজিপির পিএস পরিচয় দিয়ে পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ করিয়ে দিবে মর্মে হাজী মোঃ সিরাজুল ইসলাম এর নিকট তার বন্ধুর ছেলে মোঃ মোরশেদ এবং তৌহিদুলকে এসআই পদে চাকুরী দেওয়ার কথা বলে তাদের নিয়ে ঢাকায় যান এবং পুলিশ হেডকোয়ার্টার্সে ঘোরাফেরা করে তাদের আশ্বস্থ করেন, আইজিপি মহোদয়ের সাথে কথা হয়েছে, চাকুরী হবে।

গত ৬ ফেব্রুয়ারী ঢাকাস্থ ইমপেরিয়াল হোটেলে অবস্থানকালীন চাকুরী হয়েছে মর্মে জানিয়ে প্রতারকগন ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করে। পরবর্তীতে গত ১৩/০২/২০১৮ইং তারিখ নির্ধারিত এসআই নিয়োগের শারীরিক মাপ চলাকালীন সময়ে প্রার্থীদ্বয়কে দামপাড়া পুলিশ লাইন মাঠে কৌশলে একপাশে দাড় করিয়ে রেখে আরো দুই লক্ষ টাকা গ্রহন করে।

পরবর্তীতে প্রতারক ফিরোজ আলম চৌধুরীকেকে ফোন দিয়ে না পেয়ে হাজী মোঃ সিরাজুল ইসলাম সিএমপি’র ডিসি-ডিবি (বন্দর) বিষয়টি অবহিত করে প্রতারকদের বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় মামলা দায়ের করে।

মামলার সূত্র ধরে উক্ত প্রতারক ফিরোজ আলম চৌধুরীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পরবর্তী সে ডিবি পুলিশকে প্রতারনা করে পালানোর কৌশল অবলম্বন করে নিজে নিজের জিহ্বায় কামড় দিয়ে রক্তবমির ভান করে। বর্তমানে তাকে পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*