করেরহাটে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে ৪র্থ দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য উপহার বিতরণ করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। এসময় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এনায়েত হোসেন নয়ন জানান, আমি আমার এই করেরহাটের সকল নেতাকর্মীর সমন্বয়ে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করে চলেছি। ইতিমধ্যে, সার্বিক ভাবে ১২০০’শ সুবিধাবঞ্চিত অসহায় মানুষ সরকারী ত্রাণ পেয়েছে। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ সকলের সমন্বয়ে প্রায় সাড়ে ৭ হাজার জনসাধারণের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, আমাদের অভিভাবক, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি মহোদয়ের নির্দেশনায় এবং মীরসরাইয়ের আগামীর কর্ণধার মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে সার্বিকভাবে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

এছাড়া চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৫ হাজার জনসাধারণের মাঝে সুরক্ষা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাবে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম ধাপে সরকারি সাধারণ ছুটি ঘোষনা হওয়ার পর যখন চলছিল অঘোষিত লকডাউন, সেই সময় থেকে চলছে একটি বৃহত্তর জনগোষ্ঠী সমৃদ্ধ এলাকায় নয়নের সেবা মূলক কর্মসূচী নিয়ে অবিরাম ছুটে চলা। থেমে নেই তার অসহায়, দরিদ্র, হত-দরিদ্র, ভিক্ষুক, রিক্সাচালক সহ সকল শ্রেনীর সীমিত চাহিদা সম্পন্ন জনসাধারণের মাঝে ত্রান বিতরণ, চলছে অবিরাম।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*