নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩০মে) দিবাগত রাতে উপজেলার হাদি ফকির হাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের দাবি। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান গুলো হলো সলোমানের কূলিং কর্ণার, মিঠুনের ফলের দোকান ও শিপনের সেলুন দোকান।
ফলের দোকানের মালিক মিঠুন জানান, বুধবার রাত প্রায় দেড়টার দিকে সলোমানের কূলিং কর্ণার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
