
::আজমল হোসেন::
মিরসরাইয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রবিবার (৯ ডিসেম্বর) বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ আবচার উদ্দিনের সভাপতিত্বে ও মার্কেটিং বিভাগের প্রভাষক শেখ ফরিদের সঞ্চালনায় দলীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংগীত, নৃত্য, কৌতুক ও উপস্থিত বক্তৃতা সহ মোট ১৩ টি ইভেন্টে অংশগ্রহন করে কলেজের শিক্ষার্থীরা।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদ সদস্য গিয়াস উদ্দিন, অভিবাবক সদস্য আমিন উল্লাহ চৌধুরী, সহকারী অধ্যাপক শামশুন নাহার, শাহাব উদ্দিন, গণিত বিভাগের প্রভাষক কামাল উদ্দিন, প্রভাষক মেহেরুন নাহার, জাহান আরা নাজনীন, শিমুল কান্তি ভৌমিক, ইউসুফ মিয়া, রিয়াজ উদ্দিন, আল মাহমুদ শাকিল, সরোয়ার আলম, আরিফ উদ্দিন, ওমর ফারুক, হামিদা আবেদীন পলি প্রমুখ।