মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শেখ হাসিনা সরোবর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে শেখ হাসিনা সরোবর কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার (৩মার্চ) প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ ওই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজার) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, বেজার কনসালন্টেট আবদুল কাদের খান, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কায়সার খসরু, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।


বেজার কনসালন্টেট আবদুল কাদের খান জানান, ১৫০ একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন শেখ হাসিনা সরোবর নির্মান করা হবে। খনন করা সরোবরে বর্ষা মৌসুমে পানি সংরক্ষনের ব্যবস্থা নেয়া হবে এবং সেই সুপেয় পানি শুষ্ক মৌসুমে অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন কারখানায় সরবরাহ করা যাবে। এছাড়া শেখ হাসিনা সরোবর তৈরি হলে এখানে পর্যটকদের জন্যও ভালো জায়গা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী কার্যালর্য়ের মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদসহ বেজার কর্মকর্তারা অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*