
ক্রীড়া প্রতিবেদক
যুব সমাজ আয়োজিত মিরসরাই গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে মিরসরাই স্টেডিয়ামের টূর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শহীদুন্নবী, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আবছার সেলিম,নুরুল আবছার সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু।

টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন।
উদ্বোধনী খেলায় কমর আলী ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়ী হয় কালামিয়ার দোকান ফুটবল একাদশ।
বিজয়ী দলের খালিদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলা পরিচালনা কমিটির সদস্যরা হলেন-ইমরান হোসেন রবিন, মো-কাকন,মো.নুর উদ্দিন, ফারদিন আরাফাত,মেহেদী হাসান মুন্না,আবদুল্লাহ আল নোমান,সাইমুন তারেক।
টুর্নামেন্টে ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করেছে।
প্রতি খেলায় বিজয়ী দলকে যুবলীগ নেতা আরাফাত সাজ্জাদের পক্ষ থেকে একটি করে ফুটবল উপহার দেয়া হবে।