
নিজস্ব প্রতিনিধি :
দেশের জাতীয় দৈনিক পত্রিকা ‘সমকাল’ এ যোগ দিলেন সাংবাদিক কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রাপ্ত হন তিনি। এর আগে তিনি দায়িত্ব পালন করেন অন্যতম জাতীয় দৈনিক ‘বাংলাদেশ প্রতিদিন’ ও চট্টগ্রামের দৈনিক ‘সুপ্রভাত বাংলাদেশ’ এর প্রতিনিধি হিসেবে। পাশাপাশি স্যাটেলাইট চ্যানেল নিউজটুয়েন্টিফোর এর আরব আরব আমিরাত প্রতিনিধি হিসেবেও তিনি কর্মরত রয়েছেন।
তিনি বলেন, ‘পরবাস থেকে চর্চা করছি, চেষ্টা করছি প্রবাসীদের সুখে দুঃখে পাশে থাকার। তাদের প্রাপ্তি-প্রত্যাশাগুলো তুলে আনার। কারণ, এ পেশার প্রতি বাড়তি শ্রদ্ধাবোধ কাজ করে। কাজের মাধ্যমে সহজে সাধারণ মানুষের ভালবাসা পাওয়া যায়। আগামীতেও নিজের সেরাটুকু দিয়ে আদর্শ সাংবাদিকতা চর্চার চেষ্টা করবো।’
প্রবাসে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই কলম সৈনিক বেশ প্রশংসা কুড়িয়েছেন অল্প সময়েই। গত ৯ বছর ধরে প্রবাসে সাংবাদিকতা করলেও মফস্বল সাংবাদিকতায় তার হাতে খড়ি হয় ২০০৫ সালে। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সন্তান কামরুল হাসান জনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ প্রেসক্লাব এর যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।