অভিনন্দন-শুভেচ্ছায় সিক্ত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মিরসরাই প্রতিনিধি
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন মিরসরাইয়ের ৭বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহন করে তিনি। পুরস্কার গ্রহণের পর থেকে নেতাকর্মি ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। পদক গ্রহণ শেষে বিকেল ৩.৪৫মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁচান তিনি। এসময় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নেতাকর্মিদের ঢল নামে। বিমান বন্দরে নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ.সালাম, মিরসরাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, উত্তরজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ইউনুছ গনি চৌধুরী, প্রচার সম্পাদক জসিম উদ্দিন শাহ, মিরসরাই উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে মোটর শোভাযাত্রা সহকারে নন্দন কানন এলাকার নিজ বাসভবনে পৌছান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সেখানে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে আগে থেকেই উপস্থিত মিরসরাইয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরাও মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ।

উল্লেখ্য এ বছর ১৩ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে তাদের স্ব-স্ব ক্ষেত্রে গৌরবময় ও অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০১৯ এ ভূষিত করা হয়েছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*