অসহায় হাবাধন বিবিকে বসতঘর নির্মাণ করে দিলেন আতাউর রহমান


এম মাঈন উদ্দিন..
২৫ বছর পূর্বে স্বামী মারা যায় অসহায় হাবাধন বিবির। সেই থেকে কোনরকম দিনযাপন করে আসছিল ৪ সন্তান নিয়ে। অভাবের সংসারে নুন আনতে পান্তা পুরোয় অবস্থা। দুঃখ যেন তার পিছু ছাড়ছেই না। প্রায় ৬ মাস পূর্বে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় মাথা গুঁজার একমাত্র আবাসস্থলটিও। তারপর থেকে বসতঘরবিহীন শূণ্য ভিটেমাটিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুর্ভোগের মধ্যদিয়ে দিনযাপন করে আসছিল সে। সময়ান্তে হাবাধন বিবি তার দুর্ভোগের কথা জানান মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমানকে। এরপর সরকারিভাবে বরাদ্ধকৃত টিনের পাশাপাশি যাবতীয় ব্যয় বহণ করে নির্মাণ করে দেন ১৪ হাতের একটি বসতঘর। হাবাধন বিবি উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের মৃত মোহাম্মদ মুছার স্ত্রী।

 

 

শুক্রবার (১৩ জুলাই) হাবাধন বিবির নবনির্মিত বসতঘর উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মোস্তফা, নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জসিম উদ্দিন, মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাঈনুল আজমী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিরাজ উদ দৌলা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার আইয়ুব খাঁন, কাঠ ব্যবসায়ী আজম খাঁন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শিপন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম রানা, সাবেক ছাত্রলীগ নেতা মাষ্টার ইকবাল হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ রানা, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য ও উইশ ফাউন্ডেশন চট্টগ্রামের সহ-সভাপতি মোহাম্মদ মহসিন, উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন, বড়তাকিয়া জাহেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলা উদ্দিন প্রমুখ।
নতুন বসতঘর পেয়ে অসহায় হাবাধন বিবি আবেগাপ্লুত হয়ে জানান, ‘আমার স্বামী মারা যাওয়ার পর থেকে নানা দুঃখ-কষ্টে দিনযাপন করে আসছি। এরমধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরটিও। দীর্ঘ প্রায় ৬ মাস ধরে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনযাপন করে আসছি, নতুন করে বসতঘর নির্মাণের এত টাকা নেই বলে অনেক কষ্ট পোহাতে হয়েছে আমাকে। পরবর্তীতে আ’লীগ নেতা শেখ আতাউর রহমানকে আমার কষ্টের কথা বললে তিনি আমাকে বসতঘর নির্মাণ করে দেন। আমার পক্ষে বসতঘর নির্মাণ করা সম্ভব ছিল না, আমি নতুন ঘর পেয়ে অনেক আনন্দিত।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন, ‘হাবাধন বিবির দুঃখ কষ্টের কথা শুনে মানবিক দৃষ্টিকোণ থেকে তার বসতঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিই। আমি অসহায় এই মহিলাটির পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমরা রাজনীতি করি, রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কাজগুলো করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী বলেন, ‘রাজনীতি মানুষের কল্যাণে। উপজেলা আ’লীগের সুযোগ্য সভাপতি শেখ আতাউর রহমান মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে মিরসরাইয়ের জনপদে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় অসহায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হাবাধন বিবির বসতঘর নির্মাণ করে দেন তিনি।’

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*