আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মাদ নবীর অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

বেলফাস্টে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের শততম ম্যাচ খেলতে নেমেছে আফগানিস্তান। একটি দেশের জন্য এটি স্বাভাবিক ঘটনা। তবে দলের হয়ে এই ম্যাচটি খেলতে নেমেই অনন্য এক রেকর্ড গড়ে ফেলেছেন অলরাউন্ডার মোহাম্মাদ নবী। কারণ এই ম্যাচটি ছিলো নবীরও ব্যক্তিগত ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ওয়ানডে।

ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যক্তি হিসেবে নবী দেশের এক থেকে একশতম ওয়ানডে ম্যাচের সবগুলো খেললেন। ইনজুরি, বিশ্রাম, ছুটি নিষেধাজ্ঞা, ফর্মহীনতা- কত কারণে একজন খেলোয়াড় দলের বাইরে থাকেন। কিন্তু মোহাম্মাদ নবীর সৌভাগ্য এসব কিছুই তার ক্ষেত্রে ছিলো না। টানা খেলেছেন দেশের প্রথম একশ ওয়ানডের সবগুলো। সবকিছু স্বাভাবিক থাকলে তার এই রেকর্ডে ম্যাচ সংখ্যা আরো বাড়বে।

এই তালিকায় তার ধারেকাছেও নেই কেউ। কেনিয়ার স্টিভ টিকোলো দেশের হয়ে এক থেকে ৪৯তম ওয়ানডে পর্যন্ত টানা খেলে রেকর্ড গড়েছিলেন। জিম্বাবুয়ের হয়ে দেশের ৪২তম ওয়ানডে পর্যন্ত খেলে এই তালিকায় তৃতীয় অবস্থানে হটন।

বাংলাদেশের হয়ে এই রেকর্ডটি বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর দখলে। দেশের প্রথম ১৯ ওয়ানডেতে টানা খেলেছেন তিনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*