উত্তর জেলা আওয়ামী লীগ- সালাম সভাপতি আতাউর সম্পাদক


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রথমবারের মতো ভোটাভুটিতে এম এ সালাম সভাপতি ও শেখ আতাউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩৫২ জন কাউন্সিলরের ব্যালটের ভোটে তাঁরা নির্বাচিত হন।

সভাপতি পদে এম এ সালাম ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী পান ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমান ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন পেয়েছেন ১৫৪ ভোট।

সন্ধ্যা পাঁচটার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল সাড়ে তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৩৬৬ জন কাউন্সিলরের মধ্যে ৩৫৩ জন ভোট প্রদান করেন। একজনের ভোট বাতিল হয়।

হাটহাজারীর বাসিন্দা ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শেখ আতাউর রহমান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ছিলেন।

বিজয়ী হওয়ার পর এম এ সালাম বলেন, ‘আমি কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞ। আগামীতে জেলা আওয়ামী লীগকে আরো সুসংগঠিত করার চেষ্টা করবো।’

শেখ আতাউর রহমান বলেন, ‘কাউন্সিলররা আমার দড়্গতা ও যোগ্যতার মূল্যায়ন করেছেন।’

অতীতে উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ব্যালটের ভোটে নেতৃত্ব নির্বাচিত হয়নি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ২৫ ডিসেম্বর। ওই সম্মেলনে সমঝোতার মাধ্যমে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সভাপতি ও এম এ সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*