এটিএন নাইটে ওমান মাতালেন ঐশী, গাইলেন ড. মাহফুজুর রহমানও


এম মাঈন উদ্দিন..
এটিএন বাংলার ‘প্রবাসী বাংলার মূখ’ অনুষ্টানের বর্ষপূর্তি উপলক্ষে ‘এটিএন নাইট ওমান’। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত অাটটা। ওমানের রাজধানী মাসকেট সিটির রুই হোটেল আল ফালাজের গ্রান্ড হল সেজেছিল বর্ণিল সাজে। ঘড়ির কাঁটা রাত আটটায় পৌঁছানোর আগেই পুরো হলরুম পূর্ণ হয়ে যায় প্রবাসী বাঙ্গালিতে। নির্ধারিত অাসনে উপস্থিত হতে থাকেন অামন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা জিএম সামসুল হুদা, বাঙ্গালি কমিউনিটির অনুষ্টান উপভোগ করতে অাসলেন ওমানের ক্রীড়া মন্ত্রী শেখ রাশেদ আহমেদ আল হোনাই। ভিঅাইপির অাসনে ওমানে বাঙ্গালি কমিউনিটি নেতারাও উপস্থিত।

 

 

বিমান বন্দরে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান সহ সফর সঙ্গীদের ফুল দিয়ে বরণ করে নেন মিরসরাই সমিতি ওমানের সভাপতি মোহা্ম্মদ রিয়াদের নেতৃত্বে একটি দল।

 

 

শুরুতে ওমানের জাতীয় সঙ্গিত,তারপর বাংলাদেশের জাতীয় সঙ্গিতে সমবেত ঠোঁট মিলালেন হলভর্তি প্রবাসীরা। এ যেন ওমানের বুকে এক খন্ড বাংলাদেশ। তারপর প্রদর্শিত হয় বাংলাদেশের টুরিজম নিয়ে প্রামান্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’। মঞ্চে উঠেন অতিথিবৃন্দ।

 

 

 

রাষ্ট্রদূত গোলাম সরোয়ার বক্তব্য রাখতে গিয়ে অানন্দে অাপ্লুত। প্রবাসীদের এভাবে বিশালাকারে জড়ো করে বিনোদিত করায় এটিএন বাংলার প্রতি জানালেন কৃতজ্ঞতা। প্রবাসী ভাইদের স্ব স্ব কর্মস্থলে সুশৃঙ্খল অার সুনামের সাথে কাজ করে দেশের মান বৃদ্ধি করারও তাগাদা দিলেন বক্তব্যে।

ওমানের ক্রীড়ামন্ত্রী শেখ রাশেদ অাহমেদ অাল হোনাই বললেন,’ বাংলাদেশের মানুষ অামাদের সবচেয়ে বেশি অাপনজন। তাদের যে কর্মদক্ষতা, তা প্রশংসার দাবী রাখে। ‘

 

 

এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান ওমানে এসে নাকি ভুলেই গেছেন বিদেশের মাটিতে তিনি। প্রবাসীদের অান্তরিকতা দেখে মুগ্ধ তিনি। তাদের অানন্দ দিতে এটিএন বাংলা বার বার এ ধরনের অায়োজন করতে বদ্ধপরিকর।

 

 

অালোচনা পর্ব শেষ। এবার শুরু সেই কাঙ্খিত গানের পালা। শুরুতে শ্রুতাদের গানে গানে মুগ্ধ করালো ওমানে বাংলাদেশের একমাত্র ব্যান্ডদল ‘বায়ান্ন ‘। অনুষ্টানের থিম সং গেয়ে বেশ হাততালি কুঁড়ালেন বায়ানের কর্ণধার শিল্পী এমদাদ বাচ্চু। এর পর একে একে গাইতে থাকেন এটিএন বাংলার শিল্পীরা। মূল শিল্পী ঐশির গান পরিবেশনার অাগে দর্শকদের অনুরোধে অতিথি মঞ্চ থেকে মাইক্রোফোন হাতে শিল্পীর মঞ্চে ড.মাহফুজুর রহমান স্বয়ং নিজেও। বললেন, অামি চ্যানেলের মাধ্যমে শিল্পী তৈরী করতে করতে নিজেও অাজ শিল্পী। গাইলেন নিজের এলবামের একাধিক গান। সর্বশেষ কাঙ্গিত শিল্পী ঐশির অাগমন। হলভর্তি দর্শক শ্রোতাদের করতালি। অতপর তিনি গাইলেন, মঞ্চ কাঁপালেন, মন জয় করলেন হাজারো প্রবাসী বাঙ্গালিদের। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন মিরসরাই সমিতি নেতৃবৃন্দ।

 

 

ওমানস্থ মিরসরাই সমিতির সভাপতি মো.রিয়াদ বলেন,’ অামরা বাঙ্গালিরা সংস্কৃতিমনা, দূর প্রবাসে থাকায় দেশের অনেক বিনোদন থেকে প্রতিনিয়ত বঞ্চিত হয়ে অাসছি। এটিএন বাংলার এ কনসার্ট ওমানে বাংলাদেশীদের ব্যাপক আনন্দ দিয়েছে। ভবিষ্যতেও এরকম অনুষ্ঠান হবে বলে আমি আশাবাদী।

 

পরে মিরসরাই সমিতির সভাপতি মোহাম্মদ রিয়াদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আগত সকল অমন্ত্রিত অতিথিদের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়। এসময় রিয়াদ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শহীদ উল্লাহ, এনামুল হক,
সহ-সভাপতি ইউনুছ আলী, শহীদ খান, অর্থ সম্পাদক নুরুল ইসলাম সহ সদস্যরা।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*