ওয়েস্ট ইন্ডিজের শেষ এক হালি!

স্পোর্টস রিপোর্টার

ঢাকা টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ন্যায় এখানেও বাংলাদেশের স্পিনারদের দাপট অব্যাহত। ২০ রান সংগ্রহ করতেই সফরকারীদের শেষ মূল্যবান ৪ উইকেট।

প্রথম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথমে আঘাত হেনেছেন সাকিব আল হাসান। বাঁহাতি স্পিনার ওভারের শেষ বলে বোল্ড করেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাফেটকে। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ব্রাফেট। তার দলের রানও তখন শূন্য। উইকেটে কাইরন পাওয়েলের সঙ্গী শাই হোপ। এরপর মিরাজের হানা।ওপেনার ক্রেইগ ব্রাফেটকে ফিরানোর পর ৪ রানে মিরাজের বলে সরাসরি বোল্ড হয়ে সাজ ঘরে ফিরেন আরকে ওপেনার কাইরন পাওয়েল।

শাই হোপকে সঙ্গ দিতে এসে হতাশ করেন অ্যামব্রিস। ৭ রান করা অ্যামব্রিসকে ফেরান সাকিব। পরে ব্যাট হাতে এসে প্রথম বলেই মিরাজের শিকার হন রোস্টন চেজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২০ রান। শাই হোপ ৫ এবং হেটমায়ার (০) রান নিয়ে ব্যাটিং করছেন।

 

#gonews

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*