চট্টগ্রামে মাল্টিপারপাস কোম্পানিতে অভিযান, ৮ কোটি টাকা উদ্ধার

চট্টগ্রামে নগরীর ইপিজেড এলাকার সমবায় প্রতিষ্ঠান রূপসা উন্নয়ন ফাউন্ডেশন মাল্টিপারপাস কোম্পানিতে অভিযান চালিয়ে বস্তায় বস্তায় বিপুল অংকের নগদ টাকা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এই সময় মাল্টিপারপাস কোম্পানির বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযান অব্যাহত থাকায় এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, রাত সাড়ে ১১টা পর্যন্ত চলমান অভিযানে নগদ ৮ কোটি ৪২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে জানায় একটি সুত্র।

চট্টগ্রাম নগর পুলিশের ইপিজেড থানার ভারপ্রাপ্ত মীর মোঃ নুরুল হুদা চলমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশেল সিরিয়াস ক্রাইম ডিভিশনের একটি ইউনিট সন্ধ্যা থেকে ইপিজেড সংলগ্ন ওই কোম্পানির কার্যালয় ঘেরাও করে অভিযান শুরু করে। এসময় অভিযানে রাত সাড়ে ১১টা পর্যন্ত বস্তাভর্তি নগদ ৮ কোটি ৪২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। টাকার অংক আরো বাড়তে পারে।

ইপিডেজ থানা ওসি (তদন্ত) ওসমান গণি জানান, ঘটনাস্থলে আছি। এখানে অনেক উর্ধ্বতন কর্মকর্তা আছেন। এ মুহূর্তে কিছু বলা সম্ভব না।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে সেখানে ভীড় করে গ্রাহকরা। তারা কার্যালয়ে ঢোকার চেষ্টা করছে। তারা বিক্ষোভ করে তাদের জমা টাকা ফেরত চাচ্ছে। অফিস ঘেরাও করে আছে। পুলিশ, সাংবাদিক কাউকে বের হতে দিচ্ছে না।

ঘটনাস্থলে র‌্যাব ও শীর্ষ গোয়েন্দা সংস্থার সদস্যরাও আছেন বলে জানা গেছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*