‘চলমান মিরসরাই অবহেলিত মানুষের কথা বলে’


সৈয়দ আজমল, চট্টগ্রাম থেকে…
মিরসরাইয়ের জন নন্দিত আঞ্চলিক পত্রিকা চলমান মিরসরাই’র এক যুগ পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান মিরসরাই সব সময় মিরসরাইয়ের উন্নয়নের কথা বলে,অবহেলিত মানুষের কথা বলে। পত্রিকাটি মফস্ফলের বিভিন্ন সমস্যা তুলে ধরে কৃর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করে থাকে। ফলে কর্তৃপক্ষ সমস্যাটি সমাধানের উদ্যোগ নেই। চলমান মিরসরাই উপজেলার অথনৈতিক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ও উন্নয়নের অবদান রেখে যাচেছ।

রবিবার ( ১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজায় হান্ডি বাংলা রেষ্টুরেন্টে এক যুগ পূর্তি অনুষ্ঠানের বক্তারা এসব কথা বলেন।

এসময় আমেরিকাস্থ মিরসরাই এসোসিয়েশন ও চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশনের মধ্যে সেতু বন্ধনের লক্ষে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।

 

চট্টগ্রামস্থ মিরসরাই এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মুজিবুর রহমান ফারুকের সভাপতিত্বে ও চলমান মিরসরাই পত্রিকার সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রাম বুরে‌্যা প্রধান নাজমুল হাসানের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেরিকাস্থ মিরসরাই এসোসিয়েশসের সভাপতি কাজী আশরাফ হোসেন নয়ন। প্রীতি সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও প্রাবন্ধিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মহি উদ্দিন শাহ আলম নিপু, সাহিত্যিক কাইয়ুম নিজামী, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহাব উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য শেখ আতাউর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, চট্টগ্রাম রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তাহের আহম্মদ, সাধারণ সম্পাদক আবুল হাসেম চৌধুরী, সাবেক সভাপতি কামরুল হাসান হারুন, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসকাবের নব-নির্বাচিত কোষাধ্যক্ষ দেব দুলাল ভৌমিক, অপকার নিবার্হী পরিচালক মো. আলমগীর, মিরসরাইয়ের সাহেরখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাসান মাহফুজ, এবি ব্যাংক কর্মকর্তা আবু সুফিয়ান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম তহিদুল, চট্টগ্রাম জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবুল বাশার, চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি আরিফ মঈন উদ্দিন, ম্যাক্স হাসপাতালের ডেপুটি ম্যানেজার নুরুল ইসলাম ইরান, চলমান মিরসরাই পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিন প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ (চউক) এর সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার হামিদুল হক, দৈনিক ভোরের ডাক এর স্টাফ রিপোর্টার বিশ্বজিৎ পাল, ব্যাংক কর্মকর্তা শরফুদ্দীন ভূঁইয়া, মিরসরাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক তৌহিদ-উদ-দৌজা, আইনজীবি ইমতিয়াজ, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী, দৈনিক ভোরের পাতার চট্টগ্রাম প্রতিনিধি নয়ন কান্তি ধূম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের স্টাফ রিপোর্টার ওমর ফারুক ইমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইমতিয়াজ অভি, ছাত্রনেতা মারূফ হাসান, চলমান মিরসরাই’র বার্তা সম্পাদক রাজু কুমার দেন, সহযোগী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নিজস্ব প্রতিবেদক সৈয়দ আজমল হোসেন, শাহ আব্দুল্লাহ আল রাহাত সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা আরো বলেন, মফস্ফল থেকে একটি পত্রিকা এক যুগ পার করা সহজ ব্যাপার নয়। চলমান মিরসরাই সে কঠিন কাজটি সহজ করেছে। ধীরে ধীরে পত্রিকাটি দৈনিকে রুপান্তরিত হবে। মফস্ফলের সংবাদগুলোকে আরো বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরবে।

 

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*