জাতীয় উশু জাজ এন্ড কোচ হিসেবে স্বীকৃতি পাওয়ায় সিজিকেএস কর্তৃক সংবর্ধণা পেলেন মিরসরাইয়ের ওস্তাদ সাঈদ ইবনে হায়দার জনি।

::রাহাত আব্দুল্লাহ::

গত ২ রা সেপ্টেম্বর ঢাকার মিরপুরে ইনডোর স্টেডিয়াম বাংলাদেশ উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় উশু প্রতিযোগিতায় ডিগ্রীর পাশাপাশি জাতীয় উশু জাজ এবং কোচ হিসেবে স্বীকৃতি পেয়েছে মিরসরাইয়ের একমাত্র উশু একাডেমীর প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক ওস্তাদ সাঈদ ইবনে হায়দার চৌধুরী জনি।এই স্বীকৃতি পাওয়ায় গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে আয়োজিত উশু লীগ ২০১৮ প্রতিযোগিতায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনরে কাছে সংবর্ধণা ক্রেস্ট গ্রহণ করেন সাঈদ ইবেন হায়দার চৌধুরী জনি।তিনি মিরসরাইয়ের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামেন হায়দার আলী চৌধুরী বাড়ির,হায়দার চৌধুরীর সন্তান।তিনি ২০০২ সাল থেকে দি ফাইটার কুংফু এন্ড উশু একাডমেী প্রতিষ্ঠা করে ছাত্র-ছাত্রীদের উশু প্রশিক্ষন দিয়ে থাকেন।যেটি মিরসরাই একমাত্র মার্শাল আর্ট শিখার একাডেমী এবং এর অবস্থান উপজেলার জোরারগঞ্জ বাজারের বাংলা বাজার রোডে।এর পাশাপাশি শারিরীক ব্যায়ামের জন্য তিনি ২০১৭ সালে প্রতিষ্ঠা করেছেন জনি মাল্টি মিডিয়া জিম সেন্টার।বর্তমানে সেখানে ৮০ জন শিক্ষার্থী উশুতে প্রশিক্ষনরত এবং জিমে ভর্তি প্রায় ৩০০ জন ছাড়িয়েছে।ওস্তাদ জনি জানান,সরকারি এবং বেসরকারি ভাবে যদি উশু কে যদি আরো দেশ ব্যাপী ছড়িয়ে দেওয়া যায়,তাহলে নতুন নতুন খেলোয়াড়রা ও বেরিয়ে আসবে।এর পাশাপাশি তিনি জানান,তার এই সংবর্ধনা তিনি মিরসরাই প্রতিটি মানুষকে উৎসর্গ করতে চান।উশু একাডেমীতে প্রশিক্ষনরত চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র অরিত্র সন্তু জানান,ওস্তাত জনির এই অর্জন মিরসরাই বাসীর জন্য অত্যন্ত গৌরবের।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*