জাফর আহাম্মদ আল-হেরা স্কুলের অধ্যক্ষ নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার স্বনামধন্য বিদ্যাপীঠ আল-হেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগপ্রাপ্ত হয়েছেন মোহাম্মদ জাফর আহাম্মদ। গত ১০ই আগস্ট ১৮জন প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমিটির সুপারিশক্রমে ১ম স্থান অধিকারী মোহাম্মদ জাফর আহাম্মদকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়।

নিয়োগ বোর্ডে ছিলেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ নুরুল আবছার দুলাল, বারইয়ারহাট ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র দেবনাথ, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের বিভাগীয় কর্মকর্তা এবং আল-হেরা সংস্থার উপদেষ্টা মো: কামরুল ইসলাম চৌধুরী, বারইয়ারহাট ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক সুনীল চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পরিষদের সহ-সভাপতি শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল।

উল্লেখ্য, মোহাম্মদ জাফর আহাম্মদ ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে এম.এস ডিগ্রী লাভ করেন এবং দীর্ঘদিন শিক্ষকতা পেশায় রয়েছেন। সর্বশেষ মহালংকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এ বছরের ফেব্রূয়ারিতে অবসর গ্রহণ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*