জোরারগঞ্জে স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর এক বছর পূর্তি উৎসব সম্পন্ন

রাহাত আব্দুল্লাহ

জোরারগঞ্জে স্বপ্ন চূড়া শিল্পী গোষ্ঠীর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শানদার ক্বেরাত ও ইসলামী সাংস্কৃতি অনুষ্ঠান ২৩ নভেম্বর শুক্রবার জোরারগঞ্জ আল-মদিনা মার্কেট প্রাঙ্গণে জুমার নামাজের পর থেকে শুরু হয়।স্বপ্ন চূড়া শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় সাংস্কৃতিক সংগঠনটির সভাপতি মাওলানা এনায়েত উল্ল্যাহর সভাপতিত্বে উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন স্বপ্ন চূড়া শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দ।এরপর নব জাগরণ শিল্পী গোষ্ঠী,মালঞ্চ শিল্পী গোষ্ঠী,কলরব শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দ ক্বেরাত এবং ইসলামী সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানটি রাত ১১ টায় শেষ হয়
এবং প্রায় শত শত দর্শক শ্রোতার সমাগম হয়।

নিয়মিত নামাযের বিরতির পর ক্বেরাত পরিবেশেনর মাধ্যমে শুরু হয় সংগীত পরিবশন।

সমধুর কন্ঠে সংগীত এবং পবিত্র কুরআন থেকে তেলওয়াত করে অনুষ্ঠানে আগত দর্শকের আকৃষ্ট করেছে শিল্পী বৃন্দ।

উল্লেখ্য স্বপ্ন চূড়া শিল্পী গোষ্ঠী ২০১৭ সালে যাত্রা শুরু করে বেশ সুনাম অর্জন করেছে।ইতিমধ্য সেখানে অর্ধশতাধিক শিক্ষার্থী প্রতি শুক্রবার ইসলামী সংস্কৃতির চর্চা করে থাকে।

স্বপ্নচূড়া শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুল ইসলাম জানান,ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এবং অপসংস্কৃতির রোষানল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।আর সেই লক্ষে আমাদের স্বপ্ন চূড়া শিল্পী গোষ্ঠী কাজ করছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*