দুর্গাপুর ও কাটাছরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি আওয়ামীলীগে ‘আমীলীগের’ স্থান নেই


নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ও কাটাছরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে কাটাছরা ইউনিয়ন ও বিকেলে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।


প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের শক্তিশালী প্রধানমন্ত্রীর তালিকায় ৩ নম্বরে আছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আওয়ামীলীগ সরকারের সময় দেশের উন্নতি হয়। আমাদের এখন খাদ্য ঘাটতি নেই। শিক্ষাবিস্তারে বর্তমান সরকার কাজ করছে। সম্প্রতি মিরসরাইয়ের দশটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করা হয়েছে।’


আওয়ামীলীগের আগামীর নেতৃত্বের বিষয়ে এই প্রবীণ নেতা বলেন, ‘যারা মাদক, সন্ত্রাস, দূর্নীতির সাথে জড়িত তাদের দলের নেতৃত্বে আসতে দেওয়া যাবে না। দলের দূর্দিনে যারা রাজপথে ছিলো, কর্মীদের জন্য আত্মত্যাগ দিয়েছে, স্বচ্ছ রাজনীতি করেছে তাদের নেতৃত্বে আনতে হবে। আওয়ামীলীগে ‘আমীলীগের’ কোন স্থান নেই। যারা পদ ফেলে শুধু নিজের জন্য রাজনীতি করে দলের কথা ভুলে যায় তারা নেতৃত্বে আসতে পারবে না।’
সম্মেলন দু’টির উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেল, সদস্য আবদুল কাইয়ুম নিজামী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ফরিদ হোসেন আরজু ও সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দিন রুবেল নির্বাচিত হন। কাটাছরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পুনরায় হাজী আবুল বশর ও সাধারণ সম্পাদক পদে শামীম চৌধুরী নির্বাচিত হন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*