দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে বাংলাদেশের দেয়া ৩২৪ রানের বিপরীতে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ২৪৬ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৫৫ রান। ফলে তারা সফরকারীদের চেয়ে ১৩৩ রানে এগিয়ে আছে।

শনিবার সকালে ব্যাট করতে নেমে বাংলাদেশ এই লিডটাকে কতদূর নিয়ে যেতে পারবে তার ওপর নির্ভর করবে এই টেস্টের ভাগ্য।

দলীয় ১৩ রানের মাথায় দুই ওপেনার আউট হয়ে ফেরেন। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন ইমরুল কায়েস। এরপর রোস্টন চেজের বলে ক্রিইগ ব্রাথওয়েইটের ক্যাচে সৌম্য সরকার ফেরেন ব্যক্তিগত ১১ রানে।

ইমরুল-সৌম্যের পর দলীয় ৩২ রানে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক। চেজের বলে এলবির শিকার হয়ে ব্যক্তিগত ১২ রানে ফেরেন মুমিনুল। তিন রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ফেরায় অধিনায়ক সাকিব আল হাসানকে। ওয়ারিকানের বলে গ্যাব্রিয়েলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আর দলীয় ৫৩ রানের মাথায় মোহাম্মদ মিথুন ব্যক্তিগত ১৭ রানের মাথায় বিশুর বলে বোল্ড হয়ে সাজ ঘরে ফেরেন।

বর্তমানে উইকেটে আছেন মুশফিকুর রহিম ৭ রানে ও মেহেদী হাসান মিরাজ এখনো রানের খাতা খুলেননি ।

এর আগে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে টাইগাররা। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ৯ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারায় বাংলাদেশ

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*