নানা আয়োজনে মিরসরাইয়ে স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মিরসরাইয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মিরসরাই পৌরসভা, সিনিয়ন সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল), মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই প্রেস কাব, স্বেচ্চাসেবী সংস্থা সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানান। ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, স্কুল কলেজ, মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি জাতির জনকের ৭ই মার্চের ভাষেণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা সংসদ একাদশ এবং মিরসরাই পৌরসভা একাদশ বনাম বারইয়ারহাট পৌরসভা একাদশের অংশগ্রহণে প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং আলোচনা সভার আয়োজন করে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*