নিজামপুর থেকে এক লাখ ২৪ হজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক

শাফায়েত মেহেদী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক লাখ ২৪ হাজার চারশ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত রবিবার (১৫এপ্রিল) দিবাগত রাতে র‌্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার সাভার উপজেলার আমিন মিয়ার ছেলে বিপ্লব (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আবু তাহেরের ছেলে সুমন মিয়া (২৮)।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ওইদিন রাতে র‌্যাব ৭ এর তরফ থেকে নিজামপুর এলাকার রিদোয়ান ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে বিশেষ একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হলে র‌্যাবের পক্ষ থেকে থামানোর সংকেত দেয়া হয়। এসময় চেকপোষ্ট অতিক্রম করে মাইক্রোবাস থামিয়ে দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এছাড়া মাইক্রোবাসে থাকা এক লাখ ২৪ হাজার চারশ পিস ইয়াবা ও তা বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬ কোটি ২২ লাখ টাকা।

গ্রেপ্তার হওয়া মাদক পাচারকারী বিপ্লব ও সুমনকে সোমবার মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এক কর্মকর্তা।
এ বিষয়ে কথা বলতে মিরসরাই থানার ওসি সাইরুল ইসলামকে ফোন দিলে তিনি ফোন রিসির্ভ করেননি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*