নৌকায় ভোট দিয়ে মাফিয়া চক্রকে প্রতিহত করুন- নৌকার প্রার্থী রুহেল


নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল বলেছেন, ‘দলের মনোনয়ন না পেয়ে এখন বিএনপি-জামায়াতের কর্মীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাঠে নেমেছে। জামায়াতের কর্মীরা তাঁর পোষ্টার লাগাচ্ছে। এই বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালীন মিরসরাইয়ে ৩৫টি লাশ ফেলেছে। সাথে চট্টগ্রামের একটি মাফিয়া চক্র একত্রিত হয়েছে। তাঁরা মিরসরাইকে লুটেপুটে খাওয়ার জন্য পাঁয়তারা করছে। আপনার চোখ কান খোলা রাখুন। নৌকায় ভোট দিয়ে তাদের প্রতিহত করতে হবে।’

রোরবার (৩১ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন দীর্ঘ ৫৪ বছর এলাকার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। উনি এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী এবার আমাকে মনোনয়ন দিয়েছেন। স্মার্ট মিরসরাই গড়তে আগামী ৭ জানুয়ারি সবাই কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবরো ক্ষমতায় নিয়ে আসবেন।’

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউনুস মাষ্টারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাশেম, সাবেক চেয়ারম্যান আবু তাহের ভূইয়াঁ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন রুবেল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*