প্রজন্ম মিরসরাই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিলো তিন হাজার শিক্ষার্থী


:: নিজস্ব প্রতিনিধি::
মিরসরাই উপজেলার সামাজিক সংগঠন “প্রজন্ম মিরসরাই’র মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার (২৬ অক্টোবর) সম্পন্ন হয়েছে। উপজেলার ৪টি কেন্দ্রে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় প্রায় তিন হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করে।
এ সময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, মিরসরাই উপজেলা পরিষদের (দায়িত্বপ্রাপ্ত) চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহুল আমিন, প্রজন্ম মিরসরাই’র প্রধান উপদেষ্টা শেখ আতাউর রহমান, কামরুল হাসান এফসিএ, রাশেদা আক্তার মুন্নি, পরিচালক তানভীর হোসেন তপু, ইউনুছ নূরী, দেলোয়ার হোসেন, ফোরকান উদ্দি ভূইয়াঁ, আছিবুল আওসান জুয়েল, রাজিব চন্দ্র দাশ, প্রজন্ম মিরসরাইয়ের আজীবন সদস্য হোসাইন সবুজ, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিএসসি, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূইয়াঁ, পরীক্ষা কমিটির আহ্বায়ক ওমর ফারুক, সচিব শাহাদাত হোসেন রিপাত, বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব রিপন দাশ, যুগ্ম সচিব রাহুল দাশ, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব জাহেদুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবু তাহের শিবলু, যুগ্ম সচিব সাজেদুল করিম আসাদ, সরকার হাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আজমল হোসেন মুন্না সহ প্রজন্ম মিরসরাই’র সকল সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।
মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও সরকারহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টা ৩০ মিনিটে।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক নপুর চৌধুরী জানান, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ম বারের মতো প্রজন্ম মিরসরাই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তিনি সুষ্ঠু পরীক্ষা সম্পন্ন হওয়ায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*