বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় নিজামপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

শাফায়েত মেহেদী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনটি বিশ্ব প্রমান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় মিরসরাইয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্দ্যেগে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।


এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম আরিয়ান, সহ-সভাপতি হাছান তারেক, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো: আয়েছ, সাধারণ সম্পাদক মেহেদুল রূপম, সহ-সভাপতি জাবেদ হোসেন শাওন, ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন, সাখাওয়াত হোসেন, অপু রাইহান, ইমরান, সবুজ, রিয়াদ বাপ্পি প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষনটি বিশ্ব প্রমান্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় আমরা আনন্দিত ও গর্বিত। ইউনেস্কোর এই স্বীকৃতি বাংলাদেশের ১৬ কোটি মানুষকে গর্বিত করেছে। আমরা ইউনেস্কো কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*