বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পররাষ্ট্রমন্ত্রী-আমাদের দেশের অর্থনীতি এখন অনেক বেশি প্রানবন্ত

নিজস্ব প্রতিনিধি
‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত। বর্তমান সরকার বিনিয়োগের পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছে।’ গতকাল শুক্রবার বিকালে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের আরো বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি এখন অনেক বেশি প্রানবন্ত। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কি হচ্ছে তা সরেজমিনে দেখার জন্যই আমরা সবাই এসেছি। যাতে আমরা বিষয়টি বিদেশী বিনিয়োগকারীদের বোঝাতে সক্ষম হই।’


শনিবার তাদের ছেড়ে দেয়া হবে। আমাদের আরো কিছু বাংলাদেশী সেখানে আছে, তারাও আসতে চাইলে নিয়ে আসা হবে। সেক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় রেখে একটু ধৈর্য ধরতে হবে।’
ওইদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন ছাড়াও শিল্পনগর পরিদর্শনে আসেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. খলিলুর রহমান ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী প্রমুখ।
সবশেষে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অর্থনৈতিক অঞ্চল এলাকায় পরিবেশ রক্ষায় গাছের চারা রোপন করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*