বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে হার্ট ও ডায়াবেটিসের আড়াইশ রোগীর ফ্রি চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি…
উত্তর চট্টগ্রামের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে শনিবার (৭ জানুয়ারী) হার্ট ও ডায়াবেটিসের আড়াইশ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় মিরসরাই উপজেলায় এই প্রথম ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়। ফ্রি চিকিৎসা প্রদান উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম, বোর্ড অব ডিরেক্টর মাহতাব উর রশিদ, হাজ্বী ছালেহ আহম্মদ, কামাল উদ্দিন, শাহাদাত হোসেন, সুপ্লব বণিক ননাই, নুরুল আলম, চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেডের জিএম (সার্ভিসেস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) মমিনুল ইসলাম প্রমুখ।

 

চিকিৎসা প্রদান করেন ডা. মোঃ আব্দুল মোত্তালিব, এমবিবিএস, এমডি (কার্ডিওলজী), হৃদরোগ, মেডিসিন ও বাতজ্বর বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, কার্ডিওলজী (প্রাক্তন), এনআইসিভিডি, ঢাকা, ডা. মোঃ শওকত আলী, হৃদরোগ, মেডিসিনও বাতজ্বর বিশেষজ্ঞ, এমবিবিএস, এমডি (কার্ডিওলজী), ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডা. সারওয়ার কামাল, এমএস (সিভি এন্ড টি), এনআইসিভিডি, রক্তনালী, বক্ষব্যাধি ও হৃদরোগ বিশেজ্ঞ সার্জন, চীফ কার্ডিয়াক সার্জন-চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড, ডা. এ এস এম শরিফুল ইসলাম, এমএস (সিভি এন্ড টি), এনআইসিভিডি, সহকারি কার্ডিয়াক সার্জন- চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতাল লিমিটেড, ডা. মোহাম্মদ রিপন, মেডিসিন ও এন্ড্রোক্রাইনোলজিস্ট, এমবিবিএস, এমডি (এন্ড্রোক্রাইনোলজী এন্ড মেটাবোলিজম)।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, ২০১৪ সালের ৮ আগষ্ট আমাদের হাসপাতাল চালু হওয়ার পর থেকে আমরা তৃণমূলের মানুষের কথা চিন্তা করে খাগড়াছড়ি, রামগড়, ছাগলনাইয়া, ভুজপুর, মিরসরাই উপজেলায় বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপিংও ডায়াবেটিস টেস্ট করা হয়েছে হাজার হাজার মানুষের। তারই ধারাবহিকতায় ৭ জানুয়ারী ব্যতিক্রমধর্মী হার্ট ও ডায়াবেটিসের আড়াইশ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয় হাসপাতাল কমপ্লেক্সে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*