বারইয়ারহাট পৌরসভায় মশক নিধন অভিযান


নিজস্ব প্রতিনিধি :::
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে পৌর এলাকায় অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম খোকন।
এসময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল, পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকোশলী সমর মজুমদার, উপ-সহকারী প্রকোশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী আবদুল হক চৌধুরী।


পৌরসভার মেয়র মোহাম্মদ রেজাউল করিম খোকন বলেন, প্রতি বছরের ন্যায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু মশা নিধনের জন্য ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মশক নিধন কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে পরিচালনা করা হবে। ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বারইয়ারহাট পৌরসভা গড়তে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*