বারইয়ারহাট পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা

::নিজস্ব প্রতিনিধি::

বারইয়ারহাট পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘােষণা করা হয়েছে। সােমবার (৩০ জুলাই) সকালে পৌরসভা চত্ত্বরে বাজেট ঘােষণা করেন বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন। আগামী ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৩৮ কােটি ৮৫ লাখ ৬৩ হাজার ৯শত ৮২ টাকার প্রস্তাবিত বাজেট ঘােষনা করা হয়েছে।
পৌর লাইসেন্স পরিদর্শক মাে: নুরুল করিমের সঞ্চালনায় মেয়র মােহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাে. হারুন, ভারপ্রাপ্ত সচিব পরাক্রম চাকমা। উপস্থিত ছিলেন বারইারহাট পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি মহিউদ্দিন সওদাগর, আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন পেয়ার, মােশাররফ হােসেন, কাউন্সিলর আজিজুল হক মান্না, রফিকুজ্জামান বাবুল, শাহনাজ বেগম, আবদুল মােতালেব, আবু সুফিয়ান, মােশারফ হােসেন, শিল্পী ভৌমিক, এম.এ খালেক, আনােয়ার হােসেন সুমন, আতা উল্ল্যা, জাকিয়া আক্তার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাে. মনিরুল ইসলাম, হিসাব রক্ষক মনির আহম্মদ মামুন, প্রধান সহকারী মাে. সাইফুল ইসলাম প্রমুখ।

২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘােষণা বক্তৃতায় মেয়র নিজাম উদ্দিন বলেন, ২০০০ সালে মিরসরাইয়ের সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মােশাররফ হােসেনের প্রচেষ্ঠায় বারইয়ারহাট পৌরসভাটি সৃষ্টি হয়। ২০১৬ সালে আমি দায়িত্ব গ্রহণের পরপরই মানুষের দৌর গােড়ায় পৌরসভার সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান, পৌর এলাকায় ষ্ট্রীট লাইটের ব্যবস্থা, বিভিন্ন ষ্ট্যান্ড নির্মাণ, কাঁচা বাজার উন্নয়ন, পৌর এলাকা পরিচ্ছনতা কার্যক্রম সহ ইত্যাদি কার্যক্রম শেষ করেছি। এসময় তিনি বারইয়ারহাট পৌরসভাকে একটি আদর্শ পৌরসভা হিসেব গড়ে তােলার প্রত্যয়ে ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৩৮ কােটি ৮৫ লাখ ৬৩ হাজার ৯শত ৮২ টাকার প্রস্তাবিত বাজেট ঘােষনা করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*