বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলমের ইন্তেকাল, দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ জামশেদ আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রবিবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বীরমুক্তিযোদ্ধা জামসেদ আলমের নিকট আত্মীয়, কুটুম্ববাড়ি রেস্তোরার স্বত্বাধিকারী, আশরাফুল আহসান রাকিব জানান, আমাদের শ্রদ্ধেয় বড় দুলাভাই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জামসেদ আলম চিকিৎসাধীন অবস্থায় চট্রগ্রাম মেট্রোপলিটন হসপিটালের আই সি ইউ -তে দুপুর ১২:৩০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। এর আগে গত বুধবার শারীরিক অসুস্থতা বোধ করায় দুলাভাইকে (জামসেদ আলম) চট্টগ্রামের এই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়া জনিত রোগে ভুগছিলেন।
জামশেদ আলম মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের সুলতান আহম্মদ বাড়ির মাওলানা সুলতান আহমেদর পুত্র। রবিবার বিকেল ৫ টায় গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উনাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*