বড়কমলদহে মাদ্রাসা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী- ‘প্রতিটি ধর্মগ্রন্থ কিছু না কিছু পরিবর্তন হলেও কুরআনে কোন পরিবর্তন হয়নি’

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ে বড় কমলদহ ডাকঘর শাহ্ সূফী নুর আহাম্মদ (রঃ) দাখিল মাদরাসা ও হেফজখানার নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ৫তলা বিশিষ্ট প্রস্তাবিত কামিল মাদরাসা ভবনের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ।

প্রধান অতিথির বক্তব্যে গনপূর্তন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে। ইসলাম ধর্মের পরে পৃথিবীতে আর কোন ধর্ম আসে নাই। এটাই লেটেস্ট। আমাদের ধর্মে কোন হিংসা বিদ্বেষ নেই। কোন অশান্তি নেই। আমাদের ধর্ম হলো শান্তির ধর্ম ইসলাম। এই ধর্ম নিয়ে আমরা গর্ভবোদ করতে পারি। প্রতিটি ধর্মগ্রন্থ কিছু না কিছু পরিবর্তন করেছে। একটি গ্রন্থ আছে যার কোন পরিবর্তন হয়নি। কুরআনের কোন যবর, যের পরিবর্তন হয়নি। ছোটবেলায় কুরআন শিক্ষার বয়স। এই বয়ষে কুরআন শিক্ষা খুব প্রয়োজন। এই বয়সে যারা কুরআন পড়বে তারা কোনদিনও কুরআন ভুলবেনা। শাহ্ সূফী নুর আহাম্মদ (রঃ) মাদরাসা একদিন কামিল মাদরাসায় পরিণত হবে।’

তিনি আরো বলেন, ‘ইসলামে কোন সন্ত্রাসবাদ নেই, জঙ্গিবাদ নেই। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। পথভ্রষ্টরা ইসলামের নামে অপকর্ম করতেছে।’

ওয়াহেদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ফরিদুল হাসান টিপুর উপস্থাপনায় ও পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমীনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, কাইয়ুম নিজামী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব সামছুল হুদা ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশিম, ওয়াহেদপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ওয়াহেদপুর ইউপি চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো: হাসান, মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও রংধনু ফিলিং ষ্টেশনের পরিচালক মো: আশরাফ উদ্দিন, মাদরাসার অধ্যক্ষ এম এ কাশেম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু প্রমুখ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*