মঘাদিয়ায় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন নাজমুল সভাপতি, মহিউদ্দিন সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিনিধি
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘তারেক জিয়া বিদ্যুৎ খুঁটির (খাম্বা) টাকা মেরে লন্ডন পালিয়ে গেছে। বিএনপির সময় ৩ হাজার ৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, বর্তমান সরকারের আমলে আমরা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। বিশ্বে উন্নয়নশীল দেশের মধ্যে আমরা ৫ম হয়েছি। ২০৪১ সালে উন্নত দেশে পরিনত হবো ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার ( ২৯ অক্টোবর) মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ আরো বলেন, আমাদের ইছাখালী চরে একসময় গরু-মহিষ চরতো, এখন সেখানে ৩০ হাজার একর জায়গাজুড়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে। এখানে সিঙ্গাপুর, মালোয়েশিয়া, চীন বিনিয়োগ করেছেন। যেখানে ৫ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান হবে। বিএনপি জামায়াত অপ্রচার করতো আওয়ামীলীগ ক্ষমতায় আসলে মসজিদ থাকবেনা, ধর্মীয় প্রতিষ্ঠান থাকবেনা। অথচ সারা দেশে প্রতিটি উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। তিনি দেশের উন্নয়নের স্বার্থে আগামীতেও আওয়ামীলীগকে ক্ষমতায় রাখতে সবার প্রতি আহবান জানান।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মফিজ উদ্দিনের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রুহেল, মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য কাইয়ুম নিজামী, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়ন,

সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই পৌরসভার সাবেক মেয়র এম শাহজাহান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিলন চৌধুরী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোস্তফা কামাল চৌধুরী লিটন, নাসির উদ্দিন মিলন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ চৌধুরী,সাধারণ সম্পাদক নুরুল আবছার সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ যুবলীগ নেতৃবন্দ বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও জেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ২য় অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিতে উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুলকে সভাপতি ও মহিউদ্দিন চৌধুরীকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একইদিন বিকেলে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবের আহম্মদ নিজামী সভাপতি ও মাহফুজুল হক জুনু পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*