মহাজনহাট কলেজের উদ্যোগে শোক দিবস পালন


নিজস্ব প্রতিনিধি
স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শোকদিবস পালন করা হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) সকালে শোক দিবস উপলক্ষে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও বঙ্গবন্ধুর জীবনির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও একটি শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ অংশগ্রহণ করেন।


র‌্যালি শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধুম ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জাহাঙ্গীর ভূঁইয়া, এস রহমান ট্রাস্টের সদস্য মীর আলম মাসুক, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন আকরমি, সিরাজুল ইসলাম মেম্বার, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সোহরাব হোসেন ও প্রভাষক নোমান মো. নিজাম উদ্দিন।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, কলেজ প্রাঙ্গনে বিক্ষরোপন কর্মসূচি, বঙ্গবন্ধুর জীবনির উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও দোয়া মিলাদের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*