মহামায়া’য় এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১ এর আনন্দঘন মিলনমেলা

আনন্দ আড্ডা, ফেলে আসা স্বর্ণালী অতীতের স্মৃতি চারণ, মন মাতানো গানের সুরে মেতেছে এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১। শুক্রবার (৫এপ্রিল) অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মহামায়া পর্যটন এলাকায় অনুষ্ঠিত হয়েছে নিজামপুর, মিরসরাই ও বারইয়ারহাট কলেজের ১৯৮৭ সাল থেকে ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।
ফোরামের কেউবা ব্যবসায়ী, কেউবা রাজনীতিবিদ, কেউবা সমাজসেবী আবার কেউ চাকুরীজিবী। আরো নানান পেশায় নিয়োজিত শিক্ষা জীবনের বন্ধুদের সাথে মেলবন্ধন সৃষ্টির জন্য গড়ে উঠেছে এক্স স্টুডেন্ট ফোরাম ৮৭-৯১। যাপিত জীবনের নানান ব্যস্ততার মাঝেও প্রিয় বন্ধুদের সাথে কিছু সময়ের জন্য একাকার হওয়ার আনন্দে মেতে উঠেছিলো সবাই । দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ পেশায় ব্যস্ত থাকলেও ঠিকই হাজির হয়েছিলেন মহামায়ায় আয়োজিত ওই মেলবন্ধনে।
জমজমাট আড্ডার মাঝে আরো ছিলো দুপুরে সকলে মিলে একসাথে ভুরিভোজের আয়োজন। ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে একেএম নাসিম উদ্দিন রুবেলকে আহবায়ক এবং সামশুল করিম চৌধুরী শামীম কে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
১৯৮৭, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯০ ও ১৯৯১ সালের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে বর্তমান উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলি, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আতাউর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, বর্তমান চেয়ারম্যানদের মধ্যে নুরুল মোস্তফা, এনায়েত হোসেন নয়ন, আবু সুফিয়ান বিপ্লব ও এমরান উদ্দিন উপস্থিত ছিলেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*