মিরসরাইয়ের করেরহাট ও ওয়াহেদপুরে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের ১ নং করেরহাট ইউনিয়ন ও ১৫ ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সকাল ১০টায় করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় ও কমলদহ আল-আমিন কনভেশন সেন্টারে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে গত কয়েকদিন ধরে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে ব্যানার, পেষ্টুনে ছেয়ে গেছে করেরহাট বাজারের অলিগলি স্কুল মাঠ। কে-কার চেয়ে কত বেশি এবং কত বড় ব্যনার টাঙ্গাতে পারে এই চলছে প্রতিযোগীতা। দুটি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। ত্রি-বার্ষিক সম্মেলনে করেরহাট ও ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক অনেকটা চুড়ান্ত। দুই ইউনিয়নে বর্তমানরা থাকছে। ১ নং করেরহাট ইউনিয়নে সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম। ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে সভাপতি ফরিদুল হাসান টিপু, সাধারণ সম্পাদক চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ।

এছাড়া আগামীকাল ২৫ অক্টোবর বিকেল ৩টায় হাইতকান্দি ইউনিয়ন। ২৬ অক্টোবর সকাল দশটায় মায়ানী ইউনিয়ন ও বিকেল ৩টায় সাহেরখালী ইউনিয়ন। ২৮ অক্টোবর সকাল দশটায় হিঙ্গুলী ইউনিয়ন, বিকেল ৩টায় বারইয়ারহাট পৌরসভা। ২৯ অক্টোবর সকাল দশটায় মঘাদিয়া ইউনিয়ন, বিকেল ৩টায় খইয়াছরা ইউনিয়ন। ৩০ অক্টোবর সকাল দশটায় জোরারগঞ্জ ইউনিয়ন, বিকেল ৩টায় ওচমানপুর ইউনিয়ন। ৩১ অক্টোবর সকাল দশটায় কাটাছরা ইউনিয়ন, বিকেল ৩টায় দুর্গাপুর ইউনিয়ন। ২ নভেম্বর সকাল দশটায় মিরসরাই সদর ইউনিয়ন, বিকেল ৩ টায় মিরসরাই পৌরসভা। ৩ নভেম্বর সকাল দশটায় মিঠানালা ইউনিয়ন, বিকেল ৩টায় ইছাখালী ইউনিয়ন। ৪ নভেম্বর বিকেল ৩টায় ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সম্মলন শুরু হবে।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নব-নির্বাচিত সভাপতি-সম্পাদক ১৯ জন কাউন্সিলর নির্বাচন করবেন। ৯ ওয়ার্ডে মোট কাউন্সিলর থাকবেন ১’শ ৭১ জন। দলের ত্যাগী যেসব নেতাকর্মী ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির দায়িত্বে নেই এমন ১৫ জন নেতাকর্মীদের দিয়ে কো-অপশন কাউন্সিলর নির্বাচন করবেন ইউনিয়ন কমিটির সভাপতি-সম্পাদক। এছাড়া কার্যকরি ইউনিয়ন কমিটির ৬৫ জনও কাউন্সিলর থাকবেন। প্রতিটি ইউনিয়ন বা পৌরসভায় সর্বমোট ২’শ ৫১ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর নেতৃত্ব নির্বাচন করবেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*