মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের ইফতার মাহফিল সম্পন্ন

শাহ আব্দুল্লাহ আল রাহাত

মিরসরাইয়ে ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ৩নং জোরারগঞ্জ ইউনিয়নস্থ মিরসরাই উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ১২ জুন উপজেলা ছাত্রলীগের সদস্য আশিক হাসনাত জেবিনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আমির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান।

 

 

বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য প্রধান করেন ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী, ৩নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রসার কান্তি বড়ুয়া, ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দেওয়ানজী, ৩ নং আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল বশর মিয়াজি,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন মান্না, আরব আমিরাত মিরসরাই সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৩নং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিধান কর, উওর জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত চৌধুরী বাবু, উপজেলা যুবলীগের সদস্য রবিউল হোসেন সেলিম, মিরসরাই ওমান সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি,সাবেক উপজেলা ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দীন,মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ আরিফ, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক জাবেদ,ইউনিয়ন ছাত্রলীগ নেতা রায়হান, শামীম, সেফায়েত, আরিফ, বাবু,রাহাত,হৃদয়,ইমন,সাকিব,তারেক,রানা,রুমি,মুস্তাফিজসহ মিরসরাই উপজেলার ছাত্রলীগের নেতৃবৃন্দ।

 

এ সময় নব নির্বাচিত উওর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপুকে সংবর্ধনার পাশাপাশি রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের ৩৮ জন বিজয়ী ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।সংবর্ধিত অতিথির বক্তব্যে তপু আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।এ।সময় চট্টগ্রাম উওর জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানরাত আহমেদ চৌধুরী বাবু প্রত্যকটি ইউনিট থেকে আগত ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*