মিরসরাইয়ে আন্তঃইউনিয়ন ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

টাইমস প্রতিবেদক|

মিরসরাইয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে খেলোয়াড়, স্কুল শিক্ষার্থী সহ আহত হয়েছে অন্তত ১৫/২০ জন।

শনিবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মারামারির এক পর্যায়ে ফুটবল ম্যাচ অমিমাংসিত অবস্থায় শেষ করে দিতে বাধ্য হয় আয়োজকরা।

জানা গেছে, শনিবার বিকাল ৩ টা থেকে উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ গোল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ চলছিলো। মিরসরাইয়ের ১৫ নম্বর ওয়াহেদপুর এবং ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন প্রতিদ্বন্ধিতা করে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই খেলার শৃঙ্খলার দায়িত্বে থাকা জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দর্শকদের মধ্যে কথাকাটাকাটি এক সময় রুপ নেয় সংঘর্ষে। এতে আহত হয় জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র জয়দেব দাস, ৮ম শ্রেণির ছাত্র অয়ন দে, তৌহিদ, ৯ম শ্রেনীর ছাত্র সাজেদ হোসেন ,তুহিন ওয়াহেদুপুর ইউনিয়নে একজন খেলোয়াড় সহ অন্তত ১৫ জন। আহতদের মধ্যে ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম জানান, আমাদের বিদ্যালয়ে বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ গোল্পকাপের সেমিফাইনাল ম্যাচ চলছিলো। খেলায় আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দয়িত্ব পালন করে। ওয়াহেদপুর ইউনিয়ন ২-১ গোলে পিছিয়ে থাকার কারনে তাদের দর্শকরা উছৃঙ্খল আচরণ করার সময় তাদের বাধা দিলে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চলায় তারা। এতে আমার স্কুলের অনেক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এ ব্যাপারে ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, খেলা চলাকালীন সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনরত জোরারগঞ্জ স্কুলের ছাত্ররা আমাদের ইউনিয়নের সমর্থকদের উপর লাঠি দিয়ে মারধর করে। এতে আমার দলের একজন খেলোয়াড় সহ অনেকেই আহত হয়। মারামারির এ পর্যায়ে আমরা খেলা বন্ধ করে দিয়ে চলে আসি।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী বলেন, খেলা চলাকালীন সময়ে উশৃঙ্খল দর্শকরা মারামারিতে জড়িয়ে পড়ে। পরে খেলা বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অসীম বড়ুয়া বলেন, মারামারির ঘটনায় ৭ জন ভর্তি হয়েছিলে। এর মধ্যে চিকিৎসা শেষে ৫ জন ফিরে গেছে।

মারামারির ঘটনায় আহত হয়ে অনেক শিক্ষার্থী হাসপাতলে ভর্তি হলেও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সাইফুল কবির বলেন, কোন মরামারির ঘটনা ঘটেনি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*