মিরসরাইয়ে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাট ডিগ্রী কলেজের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণে বারইয়ারহাট পৌরসভার ৬৪ জন ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে ভিডিপি সদস্য ফজলুল করিমের উপস্থাপনায় উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল হাসান ভূঁইয়া। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আনসার-ভিডিপি প্রশিক্ষক নুর মোঃ হোসাইন পিন্টু, প্রশিক্ষিকা শাহেনা আক্তার, আনসার সদস্য মোঃ ইয়াকুব আলী, ভিডিপি সদস্য মোঃ রিপন, ইসমত আরা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন অতিথিবৃন্দ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*