মিরসরাইয়ে নাহার এগ্রো গ্রুপের খাদ্য সামগ্রী পেল ২২৫০ পরিবার

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলায় হতদরিদ্র ২২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে নাহার এগ্রো গ্রুপ। উপজেলার করেরহাট ইউনিয়ন ও জোরারগঞ্জ ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকালে উপজেলার সোনাপাহাড়ে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুলের ছোট ছেলে, গ্রুপের পরিচালক তাহমিদ, ডিজিএম আলা উদ্দিন চৌধুরী ও এডমিন ম্যানেজার ফাহিম উদ্দিন ভূঁইয়া। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, সয়াবিন তেল ১ কেজি, পেঁয়াজ ১কেজি, দুই কেজি ওজনের মুরগী ১টি, ৩০ পিস ডিম।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে দরিদ্র মানুষের কষ্টের সীমা নেই। এসব খাদ্য সামগ্রী পেয়ে কয়েকদিন তাদের কষ্টের কিছুটা লাগব হবে বলে তারা আশা করেছেন।

খাদ্য সামগ্রী নিতে আসা দক্ষিণ সোনাপাহাড় এলাকার আলেয়া বেগম বলেন, স্বামী মারা গেছে অনেক আগে। সন্তানের বিয়ে করার পর থেকে খোঁজ খবর নেয়না। এই বয়সে এসে কোনা কাজও করতে পারি না। মানুষের সহযোগিতায় দিন পার করছি। নাহার এগ্রোর খাদ্য সামগ্রী পেয়ে খুব ভালো লাগছে।

কাটাবিল এলাকার বৃদ্ধ নুর হোসেন বলেন, আমরা গরিব মানুষ কেউ আমাদের খবর রাখেনা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে চলতে অনেক কস্ট হচ্ছে। আজ চাউল, তেল, মুরগী ডিম, পেয়ে খুব ভালো লাগছে। তাদের জন্য আল্লাহ কাছে দুহাত ভরে দোয়া করি।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*