মিরসরাইয়ে পিআইবির উদ্যোগে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন


আজমল হোসেন>>

‘বর্তমান সরকার দেশের পরিকল্পিত উন্নয়নে যে ডেল্টা প্ল্যান তৈরি করেছে তা বাস্তবায়ন করতে হলে গণমাধ্যমের ভূমিকা দরকার। আপনারা সরকারের উন্নয়ন কর্মকান্ডের পজেটিভ দিকগুলো তুলে ধরুন।’
বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রামের বিভাগীয় কশিনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী।


তিনি আরো বলেন, ‘মিরসরাইয়ে দেশের সর্ববৃহত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বদলে যাবে এখানকার উন্নয়ন চিত্র। এভাবে সারাদেশে সরকারের উন্নয়ন কর্মকান্ড চলছে।’ অনুষ্ঠানে তিনি বেকারত্ব দূর করতে সবাইকে কারিগরি শিক্ষায় দক্ষ হওয়ার আহবান জানান।
মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপ্রধানের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা রুহুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রোগ্রাম কো-অর্ডিনেটর জিলহাজ উদ্দিন নিপুন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দৈনিক যুগান্তর মিরসরাই প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশ প্রমুখ। প্রশিক্ষণ শেষে অনুভূতি প্রকাশ করেন মিরসরাই প্রেসকাবের সহ-সভাপতি বিপুল দাশ, সীতাকুন্ডের প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল আলম ও দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি মো. নাছির উদ্দিন। সবশেষে বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।
ওইদিন মিরসরাই ও সীতাকুন্ডের কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের তৃতীয় দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সহিদ উল্যাহ লিপন প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মিরসরাই প্রেসকাব।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*