মিরসরাইয়ে বিএনপির প্রতিবাদ সভা



মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সারাদেশে লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম এবং জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমকে হত্যার প্রতিবাদেও কর্মসূচি পালন করা হয়। শনিবার (৬ আগষ্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন।

করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজানের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর সভাপতিতে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ বক্তা ছিলেন মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলঅ বিএনপির সদস্য শাহিনুল ইসলাম স্বপন, মেজবাউল হক মানিক, এডভোকেট সিরাজুল হক বাচ্চু, বিএনপি নেতা নাজমুল হক সোহাগ, মনজুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী, আজিজুল হক মেম্বার, রফিকুল ইসলাম, শামসুদ্দোহা মামুন, গোলাম জাকারিয়া, মোজাম্মেল হোসেন, সাব্বির হোসেন, বাদশা, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব , আবুল হোসেন মিয়া সওদাগর, নিজাম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন, আবুল হোসেন আর্মি, আবুল কালাম আমিন, যুবদল নেতা কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফজলুল মুরাদ, সিনিয়র সহ-সভাপতি জামশেদ আলম ফারুক, যুবদল নেতা জামাল হাজারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ কালা, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, ইনজামামুল হক ইমন, নাজিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদল নেতা রাসেল, নূর হোসেন, রাসেল আনোয়ার, বারইয়ারহাট ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়া আর কোন বিকল্প নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করার উদাত্ত আহ্বান জানান। সারাদেশে বিদ্যুৎ এর ক্রমাগত লোডশেডিং ও জ্বালানি তেল নিয়ে নৈরাজ্যের ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*