মিরসরাইয়ে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

::নিজস্ব প্রতিবেদক::

মিরসরাইয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ মিরসরাই জোনাল অফিসের আয়োজনে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধন করা হয়।
সকালে উপজেলা শহীদ মিনার থেকে র‌্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মিরসরাই জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার প্যানেল চেয়ারম্যান-২ ইয়াছমিন আক্তার কাকলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কায়সার খসরু, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি মোঃ আলী আহসান, পরিচালক মোঃ শামীম, জাহাঙ্গীর আলম বাবু প্রমুখ।
মিরসরাই জোনাল অফিসের ডিজিএম এমাজ উদ্দিন সরদার বলেন, চলতি বছরের মধ্যে মিরসরাই উপজেলায় শতভাগ বিদ্যুতায় করা হয়ে যাবে। ইতমধ্যে ৮০ ভাগ জনগন বিদ্যুতের সুবিধা ভোগ করছেন। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে ৬, ৭ ও ৮ সেপ্টেম্বর মিরসরাই জোনাল অফিসের মাধ্যমে বিশেষ সেবা প্রধান করা হবে

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*