মিরসরাইয়ে বিভিন্ন ইউনিয়নে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত আ’লীগ সভাপতি সম্পাদক


নিজস্ব প্রতিনিধি :::
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার (১৮ নভেম্বর) সকাল দশটায় ১নং করেরহাট ইউনিয়ন থেকে শুরু করে পর্যায়ক্রমে ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার নেতাকর্মীদের সাথে দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংঠনিক সম্পাদক কালু কুমার দে, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম সাইফুল্লাহ দিদার, সদস্য আবুল হোসেন রাইর্টার, মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দিদার, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লাহ্ রিপন, করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, আইন কলেজের সাবেক ভিপি আরিফ মঈন উদ্দিন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মাঈনুর ইসলাম রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময় কালে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, তূণমূল রাজনীতিতে আওয়ামী লীগের সকল বেদাবেদ ভূলে দলের স্বার্থে ভিশন-২০৪১ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের যেসকল নেতাকর্মী আমাদেরকে নির্বাচিত করতে শ্রম দিয়েছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞ। নবীন ও প্রবীণ মিলে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পূণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মিরসরাইতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নেতৃত্বে যে উন্নয়ন কর্মযজ্ঞ হচ্ছে তার সুফল মিরসরাইবাসী ভোগ করবে। এইজন্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে স্মরণীয় করে রাখতে তার ৫০ বছরের রাজনীতির পূর্ণভূমি মিরসরাই আসনে আগামি দিনের রাজনীতির ভবিষ্যৎ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রুহেলের নেতৃত্বে মিরসরাইয়ে আওয়ামী লীগে উজ্জীবিত করতে আমরা কাজ করবো।

প্রসঙ্গত: গত ১৬ নভেম্বর মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ও প্রার্থীদের সমঝোতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে একেএম জাহাঙ্গীর ভূঁইয়া নির্বাচিত হন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*