মিরসরাইয়ে মির্জা ফখরুল-১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সময় থাকতে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দ্রুত পদত্যাগ করুন। ফ্যাসিস্ট সরকারের অধিনে কেউ নির্বাচন করবেনা। আওয়ামী লীগ দেশের জনগনের অধিকার হরণ করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা ১৪ ও ১৮ সালে দুটি নির্বাচন দেখেছি, এবারের নির্বাচন আগের মত করতে দেয়া হবে না। আওয়ামী লীগ ছাড়া সবাই মিলে সীদ্ধান্ত নিয়েছে এ সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়। আগামী ১৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবো। কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখে বিএনপির মার্চে মিরসরাইয়ে পথসভায় বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর তা হবে না। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, অহিংস আন্দোলন করছি। আমরা বিএনপির জন্য ভোট করতে চায় না, আমরা জনগনের জন্য ভোট করতে চাই। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেত্রী খুব অসুস্থ্য তাকে সুচিকিৎসা করতে দিচ্ছে না। আমরা আন্দোলন করে তাকে মুক্ত করবো ইনশাআল্লাহ।’

তিনি আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসন থেকে দেশে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে। তাকে মিথ্যা মামলা থেকে মুক্ত করে তাঁকে বাঁচাতে হবে। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসনে পাঠিয়েছে। তাঁকেও মিথ্যা মামলা থেকে মুক্তি করে দেশে ফিরিয়ে আনতে হবে। এ জন্য দরকার দুর্বার আন্দোলন।’
এসময় মিরসরাইয়ের জনগণকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিরসরাইয়ের বীর জনগণ। আপনারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে ও গণতন্ত্রের স্বার্থে সংগ্রাাম করে চলেছেন। আগামীতেও এ সরকারের সকল অন্যায় জলুমের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবেন।’

মির্জা ফখরুল বলেন, এ সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪৫ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন কোন নেতা-কর্মী নেই, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি। মামলা-হামলা দিয়ে লাভ হবে না সময় ফুরিয়ে গেছে। আমরা এবার কারো কথা শুনতে চায় না। আমার ভোট আমি দেব, যাকে খুশী তাকে দেব।’

এর আগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আজকে কুমিল্লা থেকে চট্টগ্রামের অভিমুখে তারুণ্যের রোড মার্চ ঘিরে জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের এখন বিদেশেও কেউ নাই, দেশেও কেউ নেই। এখন এ সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। ভোট চোরের জায়গা এ দেশে হবেনা।’

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে পথসভাস্থলে যোগ দিতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে নেতা-কর্মীদের সংখ্যাও বাড়তে থাকে। দুপুরের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী লেনে থেমে থেমে যানবাহন চলাচল করে। এসময় যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে আসার এক ঘন্ট আগে থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঢাকামুখী লেনে উল্টোপথে গাড়ি চলাচল করে। দীর্ঘ প্রায় ১৩ বছর পর মিরসরাইয়ে বড় শোড়াউন করেছে বিএনপি। এতে করে খুশী নেতা-কর্মীরা।

তারেকুল ইসলাম নামে বিএনপির এক নেতা বলেন, অনেক দিন পর মিরসরাইয়ে বিএনপি বড় ধরনের সভা করলো। এতে দলের তৃণমূলের নেতা-কর্মীরা উজ্জীবিত হবে। আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য এ কর্মসূচি নিয়ামক হিসবে কাজ করবে।

উপজেলার ইছাখালী থেকে আসা বিএনপির কর্মী শামসুল আলম (৬০) বলেন, দীর্ঘ প্রায় ১৩ বছর পর মিরসরাই সদরে বড় জমায়েত হয়েছে। আওয়ামী লীগ ও পুলিশের কারণে এতদিন কোন কর্মসূচি পালন করা যায়নি। আমি অসুস্থ্য শরীর নিয়ে খালেদা জিয়া মুক্তির দাবীতে চলে এসেছি।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহাজাহান, ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন, ত্রাণ বিষয়ক সম্পাদক বেলাল আহম্মদ, কেন্দ্রীয় সাইফ মাহমুদ জুয়েল, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অব:) আজিম উল্লাহ বাহার, উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, , মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আবকর সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন, সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*