মিরসরাই উপজেলায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা মোতায়েন

নিজস্ব প্রতিনিধি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রবিবার সারাদেশের ৩৮৯টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৮টি উপজেলায় মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর সদস্যদের। ইতিমধ্যে চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় এলাকায় অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। রোববার বিকেলে মিরসরাই উপজেলা পরিষদ কমপ্লেক্স ও জোরারগঞ্জ মহিলা কলেজে অবস্থান নিয়েছে তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, নির্বাচনকে ঘিরে মিরসরাইয়ে সেনাবাহিনী অবস্থান করছে। উপজেলা কমপ্লেক্সে ১৮৩জন ও জোরারগঞ্জ মহিলা কলেজে ১৮৩জন সেনা সদস্য অবস্থান করবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রেজাউল করিম শামীম জানান, রবিবার থেকে যেসব উপজেলায় সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে তারা সোমবার সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তাদের কার্যক্রম শুরু করবেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*