মিরসরাই ৯১টি সংগঠন নেতৃবৃন্দের মিলনমেলা ‘ফেনী নদীর তীরে একঝাঁক তরুণ প্রাণের উচ্ছাস’


মুহাম্মদ ফিরোজ মাহমুদ
নদী দাঁপিয়ে ছুটছে পর্যটকবাহী নৌকা, ঢেউ উথলে পড়ছে তীরে। আর সেই তীরে উচ্ছাসে মিলিত হয়েছে একঝাঁক টকবগে তরুণ। যে তরুণরা দীর্ঘ সময়ান্তে এতদ অঞ্চলের মানুষের সুখ-দুঃখের সারথী হয়ে কাজ করে যাচ্ছে। সারাবছর স্বেচ্ছাশ্রমে মানবতার কল্যাণে কাজ করলেও গত ৩ টি বছরের একটি দিন তাদের কাছে ব্যতিক্রম। সেইদিনে পুরো উপজেলার স্বেচ্ছাসেবীরা মিলিত হয় এক মোহনায়। প্রাণের উচ্ছাসে চলে দিনব্যাপী বর্ণাঢ্য সব আয়োজন। ফেনী নদীর মুহুরী প্রজেক্টে চতুর্থ বারের মতো মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থাার পুনর্মিলনী আয়োজন করা হয়। এবারের আয়োজনে উপজেলার ৯১ টি স্বেচ্ছাসেবী সংগঠনের চারশত সমাজকর্মী অংশ নেয়।


পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনার সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের আহবায়ক শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল ও সদস্য সচিব নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক শহীদুল ইসলাম।


এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য শেখ আতাউর রহমান, উপজেলার চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী, কাস্টমস এক্সাইস এন্ড ভ্যাট বান্দরবানের বিভাগীয় কর্মকর্তা সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জেলা পি.এইচ.টি সেন্টারের তত্ত¡াবধায়ক সহকারী পরিচালক জসীম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম, বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) সোহানুর মোস্তফা শাহরিয়ার। এতে আরো উপস্থিাত ছিলেন কেরাণীবাড়ী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল করিম লিটন, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের জাহাঙ্গীর ভ‚ঁইয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন, মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম, কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম আলা উদ্দিন, উদয়ন ক্লাবের সভাপতি মোঃ শেখ সেলিম,মহাজনহাট কলেজের অধ্যক্ষ সোহবার হোসেন, সমাজসেবক মীর্জা জসীম উদ্দিন প্রমুখ।


দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে সকালে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবছর উপজেলার প্রবীণ সমাজকর্মী দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সংস্থাার সভাপতি আজিজুল হক ভ‚ইয়াকে প্রবীণ সমাজকর্মী সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা জানান, এবারের পুনর্মিলনী মিরসরাইয়ে চতুর্থবারের মত, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সম্মিলনটির মাধ্যমে সমাজসেবী সংগঠনগুলো উজ্জীবিত হবে, নতুন উদ্যমে সংগঠনগুলো সমাজের কল্যাণে কাজ করবে। আমি আশা করি ভবিষ্যতেও এই সম্মিলনের ধারা অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিবন্ধিত সংস্থাগুলো শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, উদয়ন ক্লাব, বিজলী ক্লাব, সমমনা সংঘ, অভিযান ক্লাব, অপকা, স্মরণিকা সংঘ, উদ্দীপন ক্লাব, দক্ষিণ আমবাড়িয়া সমাজ কল্যাণ সংস্থাা, যুব উন্নয়ন সংঘ, সংকেত, জাগ্রত প্রতিভা, সনাতন সংঘ, মিশুক, প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদ দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়, ফাতেমা পল্লী শিক্ষা স্বাস্থ্যা কেন্দ্র, উপক‚ল সমাজ উন্নয়ন সংস্থাা, শুকতারা, পশ্চিম মায়ানী সমন্বিত বালাই ব্যবস্থাাপনা কৃষক সমিতি, ঝংকার সংঘ, জোনাকী সংঘ, টেকেরহাট বিজয়ী সংঘ, এ.বি (আঞ্জুমান বদিউল আলম) ফাউন্ডেশন, সাফ (সোসাল আপলিপম্যাণ্ট ফাউন্ডেশন), কাটাছড়া গ্রাম উন্নয়ন সমিতি, মায়া, প্রবীণমেলা।


এছাড়াও অনিবন্ধিত অংশগ্রহণকারী সংস্থাাগুলো হচ্ছে প্রজন্ম মিরসরাই, দুরন্ত সংঘ, প্রচেষ্টা ছাত্র পরিষদ, নির্বাণ সংঘ, লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই, শতাব্দী সংঘ,অভিনন্দন ক্লাব, আবুল বশর মেম্বার স্মৃতি সংসদ ও পাঠাগার, ফ্রেন্ডস মিডিয়া, মিরসরাই স্পোটিং ক্লাব, অনির্বাণ, শুভ সংঘ, ওপিএল, বীণা পানি সংগঠন, অদম্য ওয়েলফেয়ার, দীপ জ্বেলে যাই, আদর্শ বন্ধু ফোরাম, ফ্রেন্ডশীপ ৯৮, হিতকরী, মিরসরাই মুক্তি ফাউন্ডেশন, প্রজন্মের ভাবনা-করেরহাট, তার“ণ্য সংঘ, সৈয়দপুর সমাজ কল্যাণ এসোসিয়েশন, হাবিলদারবাসা ক্রীড়া সংঘ, সুপ্ত প্রতিভা, প্রীতিলতা, ফুটন্ত গোলাপ, ইউনাইটেড ক্লাব করেরহাট, ইউনাইটেড ক্লাব বারইয়ারহাট, অন্তরঙ্গ মিঠানালা, এসটি লায়ন্স স্পোটিং ক্লাব, বিপ্লব সংঘ, প্রজন্ম ১২, বাংলাদেশ মানবাধিকার কমিশন-মিরসরাই উপজেলা, মধ্যম আমবাড়িয়া যুব সংঘ, অদম্য-২০০৫, কেরাণী বাড়ী পাঠাগার, আল-হেরা স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, রাইজিং স্টার, সম্পর্ক পরিবার, শতাব্দী ক্লাব, এফসি-১১, করেরহাট, সৃজন সংঘ, এফডিএফ ক্লাব, অধিকারীর বাতিঘর, হিউম্যান এইড ফাউন্ডেশন, পশ্চিম অলিনগর তারকা ক্রীড়া সংঘ, ছাত্র কল্যাণ পরিষদ (সিকেপি), রক্তিম পরিবার, আশার আলো, হৃদিসখা, হিঙ্গুলী উদীয়মান তারুণ্য সংঘ, স্বপ্নতরী-৭১, তারুণ্যের একতা ফাউন্ডেশন, স্বাধীন এসোসিয়েশন, সততা ক্লাব, মানবতার তরে, সততা সংঘ, ছত্তরুয়া ক্রীড়া সংঘ, বিজয় স্মরণী, রুমা ট্রাস্ট।
উল্লেখ্য, মিরসরাই উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিনের তত্ত¡াবধানে ২০১৬ সালে নিবন্ধিত ও অনিবন্ধিত সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থাার যাত্রা শুরু হয়। বর্তমানে এর আওতাধীন ১৩২ টি স্বেচ্ছাসেবী সংগঠন মিরসরাইয়ের উন্নয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, নিরক্ষরতা, ক্রীড়া, সুস্থা ধারার দেশীয় সংস্কৃতির বিকাশ, যৌতুক, বাল্যবিবাহ রোধ ও মেধা বিকাশে মেধাবৃত্তি প্রদানসহ নানাবিধ সামাজিক কাজে অবদান রাখছে।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*