‘মুজিব বর্ষ’ উপলক্ষে ক্রিয়েটিভ কম্পিউটারের উদ্যোগে সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের কম্পিউটার টেনিং সেন্টার ক্রিয়েটিভ কম্পিউটারের আয়োজনে শুক্রবার (৬ মার্চ) উপজেলার অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল/মাদ্রাসা নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মিরসরাই পৌরসভা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিএস জাফর ইকবাল নাহিদ এর সভাপতিত্বে হারুন আর রশিদের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন, মিরসরাই পৌর ৫নং ওয়ার্ড কমিশনার জহির উদ্দীন।

এসময় আরো উপস্থিত ছিলেন, বারৈয়ারহাট সালমা ইসলাম চৌধুরী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান মুসলিম উদ্দীন, ক্রিয়েটিভ কম্পিউটার পরিচালক মেহেদী মামুনসহ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্যদান কালে বক্তারা “বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো” এই স্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে ক্রিয়েটিভ কম্পিউটারের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানকে সাধুবাদ জানান এবং সব সময় ক্রিয়েটিভ কম্পিউটারের পাশে থাকার আশ্বাস দেন।

প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ১ জনকে কম্পিউটারসহ ২৬ জন প্রতিযোগীকে পুরষ্কার প্রধান করা হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*