যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের কার্যালয়ে তালিকাভুক্ত দুর্বার প্রগতি সংগঠন

নিজস্ব প্রতিনিধি…

মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের কার্যালয়ে তালিকাভুক্ত হয়েছেন। যার নম্বর যুউঅ/চট্ট/তালিকা-৪৩৮। বুধবার (২৪ মে) মিরসরাই যুব উন্নয়ন কার্যালয়ে সংগঠনের কার্যকরি সদস্য জিয়া উদ্দিন বাবু, সহ অর্থ-সম্পাদক আলী হায়দার চৌধুরী ক্রিড়া পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ বাবু’র হাতে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্তি সনদ হস্তান্তর করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আবদুল আলীম ও উচ্চমান সহকারী সাবের আহমদ।
দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান সাইফ উদ্দীন জানান, ২০১১ সালের ৭ জানুয়ারি মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ গ্রামে ২৪জন তরুণ সমাজ উন্নয়নের লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করে। খুব অল্পসময়ে বিভিন্ন জনহিতকর কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে এ সংগঠন মিরসরাইয়ের মানুষের হৃদয়ে স্থান করে নেয়। শিক্ষা, সংস্কৃতি, ক্রিড়া, পরিবেশ, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ মানবতার কল্যাণে দুর্বার প্রগতি সংগঠন ইতোমধ্যে ব্যাপক আলোচিত হয়েছে। বর্তমানে এর সদস্য সংখ্যা ২শ’ ২০ জন।
উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয় থেকেও নিবন্ধন লাভ করে। যার নিবন্ধন নম্বর হচ্ছে-চট্ট. ৩০৮৩/১৪।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*