সাগরিকা পাইপ ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে উঠান বৈঠক ও সংবর্ধনা


নিজস্ব প্রতিনিধি
নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা পাইপ ব্যবসায়ী কল্যান সমিতির সার্বিক সহযোগীতায় ও ৭৭ নং বিট পুলিশের উদ্যোগে উঠান বৈঠক ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পংকজ বড়ুয়া। ৭৭ নং বিট পুলিশের সভাপতি নুরুল আফছার সওদাগরের সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা আফগানী বাবুর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাহাড়তলী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল হারুন। এসময় আরো বক্তব্য রাখেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, সাগরিকা পাইপ ব্যবসায়ী কল্যান সমিতির উপদেষ্টা দোস্ত মোহাম্মদ, সভাপতি হাজ্বী শামসুদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস খাঁন, অর্থ সম্পাদক নুরুল আলম,সাংগঠনিক সম্পাদক রাশেদ পারভেজ প্রমুখ।


বক্তারা বলেন, দেশে মাদক ও জঙ্গীর বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তারই ধারাবাহিকতায় অনেক জঙ্গী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী আটক হয়েছে। তারপরও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশকে সাধারণ মানুষ যারা যার অবস্থান থেকে সহযোগীতা করতে হবে। তাহলে অপরাধীরা পার পাবে না। তাই পুলিশ প্রশাসনকে সহযোগীতার আহবান জানানো হয়।


আলোচনা সভা শেষে বিট কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় পাহাড়তলী জোনের সনিয়ির সহকারী পুলিশ কমিশনার পংকজ বড়ুয়া, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ, পিপিএম, ওসি তদন্ত আবদুল্লাহ আল-হারুন, উপ-পরিদর্শক অর্নব বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক এএসআই মিঠু দাশকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*