সুফিয়ার মেজো হুজুর মাওলানা নুরুল ইসলামের ইন্তেকাল, জানাযায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক…

মিরসরাইয়ের সুফিয়ার হযরত মাওলানা মুফতি আবদুল গনি (রঃ) প্রকাশ আউয়াল সাহেব হুজুরের ২য় পুত্র প্রকাশ মেজো হুজুর আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলাম (১০২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। সোমবার (৫ জুন) রাত ১১ টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩টায় সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন, কুমিল্লা সোনাকান্দা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমান, মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা নুরুল কবির, সুফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী, আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুরহুমের ছেলে মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মাজহারুল হক নিজামী, সুফিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবদুল হক সিরাজী, সাবেক চেয়ারম্যান আবু তাহের ভূঁইয়া, মাওলানা কেফায়েত উল্লাহ।

জানাযায় জাতীয় গনতান্ত্রিক পাটির (জাগপা) কেন্দ্রীয় সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর সভাপতি, আবু মোজাফফ্র মোঃ আনাছ, মাওলানা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আবদুল কাদের জিলানী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, আলেম-ওলামা, ব্যবসায়ী ও শত শত মুসল্লী উপস্থিত ছিলেন। জানাযা শেষে মোনাজাত করেন সুফিয়ার ছোট হুজুর মাওলানা ছেরাজুল ইসলাম।

মাওলানা নুরুল ইসলাম ১৯১৫ সালে জন্মগ্রহণ করেন। সুফিয়া নূরীয়া মাদ্রাসা থেকে আলিম ও ফাজিল পাশ করেন। শর্ষীনা আলিয়া মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল পাশ করেন। তিনি দীর্ঘদিন সুফিয়া নূরীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন। তিনি অসংখ্য গ্রন্থ রচনা করেছেন।

মৃত্যুকালে তিনি ৭ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Share

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*